বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা
আগামী জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আসন্ন দ্বিপক্ষীয় সিরিজটির সূচি আজ প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
সিরিজে দুটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলব দুই দল। টেস্ট দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশ সফর শেষ করবে টি-টোয়েন্টি দিয়ে। শেষ ওয়ানডের মাঠ পাল্লেকেলেতেই প্রথম টি-টোয়েন্টি খেলবে ১০ জুলাই। আর ১৩ জুলাই দ্বিতীয় টি-টোয়েন্টির বিপরীতে তৃতীয়টি ১৬ জুলাই।
আগামী ১৩ জুন শ্রীলঙ্কা পৌঁছার কথা রয়েছে বাংলাদেশের। তবে শ্রীলঙ্কা সফর করার আগে বাংলাদেশ শারজায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এই সিরিজ শেষে পাকিস্তানের বিপক্ষেও একই সংস্করণে ৫ ম্যাচ খেলবে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
0 Comments