Ticker

6/recent/ticker-posts

Ad Code

খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

 

খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা


আগামীকাল মঙ্গলবার (৬ মে) লন্ডন থেকে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রত্যাবর্তন উপলক্ষে অভ্যর্থনা ও বড় ধরনের জনসমাগমের উদ্যোগ নিয়েছে বিএনপি।     

এমতাবস্থায় ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কিত বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি। সোমবার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আগামী ৬ মে সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা বিমানবন্দর হতে নিজ বাসভবনে (গুলশান) আসবেন।

এ উপলক্ষে ঢাকা এয়ারপোর্ট হতে গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাঁকে অভ্যর্থনা জানানোর নিমিত্তে অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নিম্নবর্ণিত বিষয়গুলো প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

এক. আগামীকাল সকাল হতে দুপুর পর্যন্ত জনসাধারণকে গুলশান/বনানী হতে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তায় অবস্থান না করে ফুটপাতে অবস্থান করার জন্য অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট দলের নেতৃবৃন্দকে আগত জনসাধারণকে রাস্তা হতে সরিয়ে ফুটপাতে অবস্থান করানোর জন্য প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক মোতায়েন করে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

দুই. আগামীকাল সকাল হতে দুপুর পর্যন্ত গুলশান/বনানী হতে উত্তরা পর্যন্ত সড়ক যথাসম্ভব পরিহার করে বিকল্প রাস্তা হিসেবে নিম্নোক্ত রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো- (ক) আব্দুল্লাপুর কামারপাড়া-ধউর ব্রীজ-পঞ্চবটী-মিরপুর বেড়িবাঁধ দিয়ে গাবতলী হয়ে চলাচল করা;(খ) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা; (গ) উত্তরা ও মিরপুরে বসবাসকারী সম্মানিত নাগরিকবৃন্দ এয়ারপোর্ট সড়ক ব্যবহার না করে বিকল্প হিসেবে হাউজ বিল্ডিং-জমজম টাওয়ার-১২নং সেক্টর খালপাড়-মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন-উত্তরা সেন্টার স্টেশন-মিরপুর ডিওএইচএস হয়ে চলাচল এবং উত্তরা সেন্টার স্টেশন হতে ১৮ নং সেক্টর-পঞ্চবটী হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করতে পারেন; (ঘ) গুলশান, বাড্ডা এবং প্রগতি স্বরনি এলাকার যাত্রী সাধারনগণ কাকলী, গুলশান-২, কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা-আমতলী-মহাখালী হয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে এয়ারপোর্ট/উত্তরা যেতে পারেন; (ঙ) মহাখালী বাস টার্মিনাল হতে ময়মনসিংহ-টাঙ্গাইলগামী যানবাহনসমূহ মিরপুর-গাবতলী রোড হয়ে চলাচল করতে পারেন; (চ) এয়ারপোর্ট/৩০০ ফিট রাস্তা হতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনসমূহ বনানী/কাকলী র‍্যাম্পের পরিবর্তে মহাখালী র‍্যাম্প/এফডিসি র‍্যাম্প ব্যবহার করতে পারেন।

Post a Comment

0 Comments